Author:
Source
ফের উত্তেজনা ছড়াল মণিপুরে । মঙ্গলবার রাতের অন্ধকার নামতেই অসম রাইফেলসের এক জওয়ান হঠাৎ করে গুলি চালাতে শুরু করেন। দক্ষিণ মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তের সাজিক টম্পক এলাকায় অসম রাইফেলসের ওই জওয়ান গুলি চালাতে শুরু করেন। যার জেরে পরপর ৬ জন আহত হন বলে খবর (যাঁরা আহত হন, তাঁদের কেউ মণিপুরের বাসিন্দা নন)।